কবুতর পালন করতে হলে যেসব বিষয় মাথায় রাখা উচিত

কবুতর পালন করতে হলে যেসব বিষয় মাথায় রাখা উচিত
* কবুতর এর বাসস্থান উপযুক্ত মতো হতে হবে । কবুতর এর বাসস্থান সম্পর্কে প।রবর্তিতে আরেকটা পোস্ট করা হবে
* প্রতিদিন সকালে নির্দিষ্ট সময়ে কবুতরকে খোপ থেকে ছাড়তে হবে । খোপে যদি বাচ্চা থাকে তাহলে মা বাবা সকাল হতেই বের হওয়ার জন্য অস্থির হয়ে যাবে । খোপ খুলতে দেরী হলে মা বাবার পায়ের নিচে পড়ে বাচ্চা মারা যেতে পারে ।
*. প্রতিদিন সকালে খাচার কবুতরগুলির ট্রে পরিষ্কার করতে হবে । দুর্গন্ধ ও পুরনো বিষ্টা থেকে ও অনেক রোগ সৃস্টি হয় ।
*খাবার ও পানির বাটি ডিমের হাড়ি ইত্যাদী সবসময় পরিস্কার রাখতে হবে ।
* কবুতরকে নিয়মিত গোসল করান । ৩-৫ দিন পরপর । আবহাওয়া ঠান্ডা থাকলে হালকা গরম পানি মিক্স করে দিয়েন । কবুতরকে গোসল করানোর নিয়ম বিস্তারিত পরে আরেকটা পোস্ট করবো ।
* সকালে কবুতরকে খাবার দিতে হবে । চেষ্টা করতে হবে একি সময়ে খাবার দেয়ার জন্য ।কবুতর এর খাদ্য সম্পর্কে বিস্তারিত আরেকটা পোস্ট করবো
* কবুতরকে মাঝে মাঝে গ্নিট খাওয়াতে হবে । কবুতর এর গ্রিট সম্পর্কে প।রবর্তিতে আরেকটা পোস্ট করা হবে
*. কোনো কবুতর যদি কোন প্রকারের অস্বাভাবিক আচরণ করে তাহলে সেটিকে আলাদা নজর দিতে হবে ।
*. বহিপরজীবি ও অন্তঃপরজীবি দুর করার জন্য প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করতে হবে ।
* অযথা এবং আন্দাজে কোনো ওষুধ প্রয়োগ করবেন না । বিশেষ করে এন্টিবায়েটিক । মনে রাখবেন ওষুধের অপর নাম বিষ ।
* কবুতরকে যাতে কোনো প্রকারের ক্ষতিকারক প্রাণী আক্রমন করতে না সেদিকে খেয়াল রাখতে হবে ।
*. কোন কবুতর কবে ডিম দিল, কবে কি ঔষুধ খাওয়ানো হলো , ইত্যাদি তথ্য লিখে রাথতে হবে ।
*, কোনো কবুতর অসুস্থ হওয়ার সাথে সাথে আলাদা করে ফেলতে হবে ।অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য তারাহুড়া করবেন না । দ্রুত সুস্থ করার জন্য মাত্রাতিরিক্ত ওষুধ খাওয়াবেন না ।ধৈর্য ধরে ঔষুধ খাওয়াবেন ।
*. খোপে ডিম থাকলে বা বাচ্চা থাকলে খোপ পরিষ্কার করার সময় সতর্ক থাকতে হবে ।
* বাচ্চা কবুতরের প্রতি বিশেষ নজর দিতে হবে । মা বাবা ঠিকমতো খাওয়াচ্ছে কি না , বাচ্চা ঠিকমতো বেড়ে উঠছে কিনা ইত্যাদী ।
মোট কথা আপনি যদি কবুতর পালন করে ভালো ফলাফল পেতে চান তাহলে আপনাকে কবুতরের পিছনে যথেষ্ঠ সময় দিতে হবে, সার্বক্ষণিক খেয়াল রাখতে হবে ।
.
0 মন্তব্যসমূহ