নর মাদি কবুতর চেনার উপায়

নর মাদি কবুতর নির্ণয়

নর মাদি কবুতর চেনার সহজ উপায়, পুরুষ কবুতর মাদী কবুতর কেমন করে চিনবেন, নর মাদি কবুতর নির্ণয়, কবুতর পালন

নর মাদি কবুতর মেটিং করার দৃশ্য

নর মাদি কবুতর চিনবেন কিভাবে আজকে সে বিষয় নিয়ে আলোচনা করবো। আসলে কবুতর সম্পর্কে খুব বেশি অভিজ্ঞ না হলে নর মাদি চেনা দুঃসাধ্য ব্যাপার । এমনকি আমি নিজেও অনেক সময় দ্বিধায় পড়ে যায় । তারপরও কিছু লক্ষণ দেখলে বুঝা যায় কোনটা নর কোনটা মাদি । যেমন
...

১) সাধারণত নর কবুতর সাইজে বড় হয় এবং তার মাথা চ্যাপ্টাকৃতি হয় আর মাদী কবুতর নর কবুতরের চেয়ে সাইজে ছোট হয় এবং মাথা ছোট ও লম্বাকৃতির হয়।

২) নর কবুতরের চোখ চ্যাপ্টাকৃতি আর মাদী কবুতরের চোখ বৃত্তাকার হয়ে থাকে ।

৩)নর কবুতরের গলা লম্বাটে এবং মাদী কবুতরের গলা তুলনামূলক খাট ।

৪)নর কবুতরের আঙ্গুল খসখসে হয়, আর মাদী কবুতরের পায়ের আঙ্গুল মসৃন হবে ও উজ্জ্বল হবে।

৫) নর কবুতরের পায়ুপথ চ্যাপ্টা আকৃতির ও মাদী কবুতরের পায়ুপথ গোলাকার হয়।তবে এই পার্থক্য ব্রিডিং অবস্থায় ভালো বুঝা যায়।

৬)  ক্ষেত্রেবিশেষে নর কবুতরের ঠোট মাদী কবুতরের চেয়ে একটু বড় হয়।

৭)  মাদী কবুতর নর কবুতরের চেয়ে তুলনামূলকভাবে বেশি পরিস্কার থাকে।

৮) নর কবুতরের গলা স্বর মোটা ও জোরে জোরে ডাকে,ডাকার সময় নৃত্য করতে থাকে, অপরদিকে মাদি কবুতরের গলা স্বর চিকন ও আস্তে আস্তে ডাকে।

৯) নর কবুতর মারামারি বা ঠোকরা-ঠোকরি বেশী করে অর্থাৎ আক্রমনাত্নক হয়ে থাকে।

১০) ব্রিডিং মুডে থাক অবস্থায় নর কবুতর খাচার ভিতর কিংবা খোপের ভিতর বসে মাদি কবুতরের পায়ের কাছে নিচু হয়ে বসে এক প্রকার শো শো করে শব্দ করতে থাকে।
নর মাদি কবুতর চেনার সহজ উপায়, পুরুষ কবুতর মাদী কবুতর কেমন করে চিনবেন, নর মাদি কবুতর নির্ণয়, কবুতর পালন

নর মাদি কবুতরের গ্রুমিং করার দৃশ্য



১১) মেটিং করার আগে বিশেষ করে মাদি কবুতর নর কবুতরের ঠোটে কাছে ও মাথায় গ্রুমিং করে দেয়। গ্রুমিং করার পর একে অন্যকে খাইয়ে দেয়। খাইয়ে দেওয়ার ব্যপারে মাদী কবুতর বেশিরভাগ সময় খাইয়ে দেয়।

১২) অপরিচিত  কোন কবুতর কিংবা বস্তু দেখলে সাধারণত নর কবুতরটা প্রথমে তার দিকে এগিয়ে যায়।

তবে রেসিং কবুতরের বেলায় নর ও মাদী একই স্বরে ডাকতে পারে। আবার কবুতর জোড়া যদি অসুস্থ হয় তাহলেও নর মাদি চিনতে অসুবিধা হবে, তাই আগে দেখতে হবে কবুতর জোড়া সুস্থ কিনা। অনেক সময় ব্যতিক্রম হতে পারে যেমন মাদি কবুতর নর কবুতরের চেয়ে আক্রমণাত্মক হতে পারে ।
.
.

tag: নর মাদি কবুতর চেনার সহজ উপায়, পুরুষ কবুতর মাদী কবুতর কেমন করে চিনবেন, নর মাদি কবুতর নির্ণয়, কবুতর পালন .

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ