এ জাতের কবুতর আমাদের দেশে বাংলা বা দেশী কবুতর নামে পরিচিত। গোলা জাতের কবুতর বিভিন্ন রংয়ের হয়ে থাকে । চোখ কালো বা তামাটে রংয়ের হয়ে থাকে ।মাংস উৎপাদনের জন্য সাধারণত গোলা জাতের কবুতর পালন করা হয় । দামের দিক দিয়ে এ জাতের কবুতর বেশ সস্তা ।
গিরিবাজঃ
এই জাতের কবুতর উৎপত্তি ভারত থেকে । গিরিবাজ কবুতর উড়ার সময় ডিগবাজি দিতে পারে এই কারণে গিরিবাজ কবুতরের জনপ্রিয়তা একটু বেশী । ভালো জাতের গিরিবাজ কবুতর দিয়ে রেস করা যায় । এদের ডানায় হোমার কবুতরের মতো বিশেষ মাংস পেশী রয়েছে যার কারনে এরা খুব ভালো উড়তে পারে । সাধারণত গিরিবাজ কবুতর সাইজে ছোট হযে থাকে অন্য কবুতরের তুলনায় । এদের পাখায় পরের সংখ্যা ১০টির অধিক হয়না ।এদের চোখের চারপাশটার রং সাদা এবং কর্নিয়ার রং কালো হয়ে থাকে । ঠোট ছোট সাইজের থাকে । গিরিবাজ কবুতরের মধ্যে আবার অনেক জাতের আছে । যেমন লালগলা, সবুজলা , জিরা গলা, সুরমা গলা, সবুজ গলা , লালচুলি. গিয়াচুলি ইত্যাদী ।
হোমার কবুতরঃ
সমগ্র পৃথিবীতে বিখ্যাত একটি কবুতর এর নাম হোমার কবুতর । রেসিং বা প্রতিযোগিতার জন্য এই কবুতর অনন্য । হো
2 মন্তব্যসমূহ