কবুতরের দাম

কবুতরের দাম মূল্য দর

কবুতরের দাম সাইজ, সৌন্দর্য়, অঞ্চল ও ঋতু ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন কবুতর দাম গ্রীষ্মকালে শীতকালের তুলনায় কিছুটা বেশি

থাকে। তারপরেও আমি আজকে আপনাদের মোটামুটি একটা ধারনার দেওয়ার চেস্টা করবো। দাম হয়তো কম বেশি হতে পারে।

বাজারে প্রতি জোড়া দেশি গোল্লা ৫০০-৭০০টাকা,
বোম্বাই গোল্লা ৮০০-১০০০টাকা ;
 গিরিবাজ প্রজাতির মধ্যে
সবুজ গোল্লা ১০০০-১৫০০টাকা, গররা ১০০০-১৫০০ টাকা, মুসলদম ৮০০-১৫০০, কালদম ১০০০-২৫০০, বাগা ৮০০-১৫০০টাকা ;

ফেন্সি প্রজাতির মধ্যে
 লক্ষ্যা কবুতর ২০০০-৫০,০০০টাকা, প্রিন্স ১৫০০-৪০০০টাকা।

কবুতরের মধ্যে হোমার প্রজাতির দাম সবচেয়ে বেশি।
এ প্রজাতির মধ্যে
সবজি ৩০০০-১ লক্ষ টাকা, মাকসি ৬-৮ হাজার, ব্ল্যাক হোমার ২-৫ হাজার, রেড চেকার ১০-১৫ হাজার, মিলি ১০-২০ হাজার এবং হোয়াইট

হোমার ১৫-৩০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
বিউটি হোমা ৩০০০-২৫ হাজার টাকা, পোটার ৩০০০-২৫ হাজার, সিরাজী ২০০০-০০০০, কিং ২৫০০-১৫ হাজার, মডেনা ১-৫হাজার, নান ৩-

২০হাজার, মল্টেস ১৫০০০-২৫০০০ টাকা হতে পারে।

সস্তায় কবুতর কেনার আগে ভালোভাবে দেখে নিবেন। নর মাদি ঠিক আছে কিনা, মারকিং কিনা, সুস্থ কিনা ইত্যাদী। রেসার কবুতর কেনার

ক্ষেত্রে আরো বেশি সতর্ক থাকতে হবে। সবচেয়ে ভালো পরিচিতি কারো কাচ থেকে কবুতর কেনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ