শীতে কবুতরের যত্ন

কবুতরের শীতকালীন যত্ন

কবুতরের শীতকালীন যত্ন, শীতকালে কবুতরের যত্ন,শীতকালে কবুতরের পালনে যেসব বিষয় মাথায় রাখা উচিত,শীতে কবুতরকে কি ভাবে সুস্থ রাখবেন

এই শীতে আপনার কবুতরকে কিভাবে সুস্থ রাখবেন আজকে সে বিষয়ে আলোচনা করবো।মুলত আমরা যারা কবুতর পালি তাদের কাছে শীত আনন্দের এবং কষ্টের । কারন কবুতর উড়ানো মজা এই শীতকালে, অন্য দিকে শীতকালে কবুতরের রোগের প্রকোপ বেড়ে যায়।তাই শীত আসার দুই মাস আগেই কবুতরের আলাদা যত্ন নেওয়া দরকার , কারন শীতে কবুতরের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় । সহজেই দুর্বল হয় , ছোটো খাটো অসুখে মারা যায় ।
 অনেক সময় কবুতরের অনেক রোগের জীবানু শরীরে সুপ্ত অবস্থায় থাকে, এবং কবুতরের ভিটামিন এর অভাব জনিত রোগ, ক্রিমি মুক্ত ও সঠিক দৈহিক বৃদ্ধি নিশ্চিত রাখতে মাসিক কোর্সের গুরুত্ব অনেক । নতুবা হটাৎ করে রোগের আক্রমনে অনেক বড় ক্ষতি হতে পারে আপনার ভালবাসার কবুতরের ।

গিরিবাজ ও উড়ানোর কবুতর এর করণীয়:

১) যারা গিরিবাজ পালি তারা সারা বছর অপেক্ষায় থাকি কবে শীত আসবে ,অনেক কষ্ট করে কবুতর পালি সারা বছর ।
কেউ উড়ানোর জন্য ,  কেউ টস করে  ,কেউ রেস করে । শীতে কবুতর পালনের মজাই আলাদা ।
আমাদের উড়ানোর কবুতর বেশীর ভাগ সময় ই আটকা থাকে ,  ২/১ জন হয়তো ছেড়ে রাখি ।
অনেক বড় বড় কবুতর পালক আছেন,  এক একজনের কবুতর পালন পদ্বতি এক এক পদ্ধতি । তারা তাদের সিস্টেম এ পালে যা অনেক গোপন ।
 অনেকে শীত আসার ৩ মাস আগেই কবুতরকে বৃষ্টিতে ভিজিয়ে আটকে দেয় , আর কবুতরের খাবার পাণিতে অল্প খাবার লবণ যেমন ১ লিটার এ ২ গ্রাম দিয়ে দেয় ।
তখন কবুতর তার শরীরের পালক পরে যায় বা পালটায় নতুন পালক গজায় ।
অনেকে রাজ পর বা মূল পালক ১০ টি করে তূলে দেয় তাতে একই সময় সব পালক ঊঠে ।কবুতরের সব পালক একই রকম অবস্থায় থাকে , তাতে উড়তে সুবিধা হয় । না হয় অনেক সময় ভালো কবুতর, পালক সমস্যার জন্য বাজীতে দেওয়া যায় নাহ । বা ঊড়াড় সময় পরে যায় বা হারিয়ে যায় বা কাচা পাখ থাকলে পাখ ফেটে রক্ত বের হয় । একটা শীত সে আর উড়তেই পারে ণাহ ।
যাদের কবুতর আটকা থাকে তারা এখন থেকেই বাহিরে ছেড়ে রোদ এ রাখছেন । কবুতর হাল্কা করার জন্য । ১০/১৫ দিন নরমাল ছাড়া থাকলে ওরা আস্তে আস্তে হাল্কা হবে । নিজেরাই অল্প অল্প করে ঊড়ে ফ্রি হবে ।

 খেয়াল রাখতে হবে , শীতে কবুতরের জন্য উত্তরের বাতাস খূব ক্ষতিকর ।
অনেকেই অবহেলা করে বা কবুতর ধরার জন্য বিকাল বা সন্ধ্যা পর্যন্ত কবুতর বাহিরে রাখে তখন বিকালের উত্তরের বাতাস কবুতরের গায়ে লেগে ঝীমায়, অসুস্থ হয় , শীতে কবুতরকে অবশ্যই ১-২ টার মধ্যে আটকাতে হবে ।
হাল্কা পর্দা , তা সুতী কাপড়ের বা ছালার চট দিতে হবে যাতে হাল্কা বাতাস চলাচল  ।
অনেকেই ট্রিপাল বা প্লাস্টিক এর ভারি পর্দা দেন যা ক্ষতিকর অনেক সময় এতে গ্যাস জমে কবুতর অসুস্থ হয় বা মারা যায় ।
২) আমরা  যারা শখ করে ফেঞ্চি বা শৌখিন কবুতর পালি তারা  সারা বছরই আনন্দে থাকে , শীতে পড়ে যায় সবাই দুশ্চিন্তায় !
প্রতি শীতের আগমনের আগে ( শীত এবং গরমের মাঝা মাঝি সময় ) এবং শীত আসার পরে যেসব কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে সেইগুলা বিভিন্ন রোগে আক্রান্ত হয় ।
অনেকের ই আমরা শুনতে পাই আহাজারি আমার সব শেষ !!!

যেগুলো আমরা প্রতি মাসে ৫-৭ দিন খাওয়াতে পারি ।
১) বি কম ভিট / B com vit -B1,B2,B6 ।
২) ক্যালপ্লেক্স / CALPLEX -CALCIU...
৩) MAXI GROW/ MAXI FORT/ MEGAVIT/ RENA WS -MULTI VITAMIN
৪) HAMICO PH -FOR SALMONELLA । ৫) ৬০-৯০ দিন পর পর কৃমির ঔষধ খাওয়ানো ।
৬) ১ লিটার পাণিতে ১ চা চামচ লেবুর রস , ১ গ্রাম চিনি , ১ গ্রাম লবণ দিয়ে মিশিয়ে ।
এই গূলা প্রতি লিটার পানিতে ১-৪ নং ১.৫-২ মিলি./ গ্রাম দিন ।এই গূলা কবুতর এর রোগ প্রতি রোধ ক্ষমতা বাড়ায় । ঔষধ গূলো আলাদা আলাদা খাওয়াবেন ।

**বনাজি ওষুধ !
 ১) বহেরা  ২) হরতোকি  ৩)আমলোকি  ৪) চিরতা এই ৪ টা জিনিষ শুকনা পাওয়া যায় বাজারে , এই গুলা ১ লিটার পানিতে ৪/৫ পিছ দিয়ে ১ দিন আগে ভিজাবেন এবং ঐ পানি কবুতর কে খাওয়াবেন । এই গুলা কবুতর এর কৃমি , হজম এর সমস্যা , কবুতর কে সতেজ রাখার কাজ করবে , হরমোন বাড়ায় ।

শীতে ঊড়ানো কবুতরের খাবার ঃ
 কবুতরের খাবারে কিছু বাড়তি আয়োজন থাকা দরকার যারা এমনি পালি , বা উড়ায় বা রেস করি । সাধারণত নীচের খাবার দিতে পারেন উড়ানোর কবুতর কে ।
 ১) ধান ৫০%  ২) গম ১০%  ৩) রেজা ২০/৩০ %  ৪) ভুট্টা বা ভুট্টা ভাঙ্গা ১০ % ( অনেকে দেয় , অনেকে দেয় নাহ )  ৫) ৭% ডাবলী ( অনেকে দেয় , অনেকে দেয় নাহ )  ৬) ৩ % ছোলা বূট । ( অনেকে দেয় , অনেকে দেয় নাহ )

শীতে ঊড়ানো ছাড়া বা শৌখিন কবুতরের খাবার ঃ
২) গম 30 %  ৩) রেজা 50 %  ৪) ভুট্টা বা ভুট্টা ভাঙ্গা ১০ % ( অনেকে দেয় , অনেকে দেয় ণাহ )  ৫) ৭% ডাবলী ( অনেকে দেয় , অনেকে দেয় ণাহ )  ৬) ৩ % ছোলা বূট । ( অনেকে দেয় , অনেকে দেয় নাহ )

শীতের জন্য বাড়তি আয়োজন অন্তত ১/২ % প্রয়োজন মনে করলে দিতে পারেন নীচের যেকোন ১/২ আইটেম , তবে তেল জাতীয় খাবার দিলে কবুতর দৌড়ায় মা মোচড়ায় কিন্তু উড়ে ভাগে কম ।( অনেকে ১৫-২০ আইটেম ও খাওয়ায় ) ।
৭) তিশি  ৮) সরিষা ৯) কূষূম  ১০) সূর্য মূখী
তেল জাতীয় খাবার , শরিরে চর্বি তৈরি করে যা শরির গরম রাখতে সাহায্য করে , প্রচণ্ড শীতের তীব্রতা থেকে রক্ষায় সাহায্য করে ।
একটা জিনিস মনে রাখবেন ভালোর শেষ ণেই , অনেকেই ঘি , মাখন , ফলের রস , ও খাওয়ায় কিন্তু আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এবং সাধারণ খাবার ই দেওয়া ভালো । শীত ছাড়া সারা বছর ই অনেকে তেল জাতীয় বা মিক্সার খাবার দেন যা কবুতরের জন্য ক্ষতি কর ।

অনুরোধঃ  আমার জানা খুব কম , যারা ভাল জানে তাদের পরামর্শ নিয়ে কাজ করুন । ভুল চিকিৎসা করবেননা ।

tag: কবুতরের শীতকালীন যত্ন, শীতকালে কবুতরের যত্ন,শীতকালে কবুতরের পালনে যেসব বিষয় মাথায় রাখা উচিত,শীতে কবুতরকে কি ভাবে সুস্থ রাখবেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ